Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০১৯

১০(দশ)টি শ্রম আদালত

১০(দশ)টি শ্রম আদালতের অধিক্ষেত্র নিন্মরুপঃ

ঢাকা বিভাগে ৩টি শ্রম আদালতঃ

১। প্রথম শ্রম আদালত, ঢাকা ৪নং রাজউক এভিনিউ, শ্রম ভবন, ঢাকা এর অধিক্ষেত্র – মানিকগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, জামালপুর জেলা, কেরানীগঞ্জ থানা, দোহার থানা, সাভার থানা, তেজগাঁও থানা, নবাবগঞ্জ থানা, ধামরাই থানা, গুলশান থানা, রমনা থানা, বাড্ডা থানা, শাহবাগ, শেরে বাংলানগর, পল্টন, কাফরুল, হাতিরঝিল, বনানী, শেরপুর জেলা, নরসিংদী জেলা ।

২।  দ্বিতীয় শ্রম আদালত, ঢাকা ৪নং রাজউক এভিনিউ, শ্রম ভবন, ঢাকা এর অধিক্ষেত্র- ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, গোপালগঞ্জ জেলা, গাজীপুর জেলা, সবুজবাগ থানা, কোতয়ালি থানা, মতিঝিল থানা, সূত্রাপুর থানা ও ডেমরা থানা, শ্যামপুর, খিলগাঁও, বংশাল, ওয়ারী, মুগদা, কদমতলি থানা।

৩।  তৃতীয় শ্রম আদালত, ঢাকা ৪নং রাজউক এভিনিউ, শ্রম ভবন, ঢাকা এর অধিক্ষেত্র- ময়মনসিংহ জেলা, , শেরপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা জেলা, নারায়নগঞ্জ জেলা, লালবাগ থানা, মোহাম্মাদপুর থানা, ধানমণ্ডি থানা, মিরপুর থানা, পল্লবী থানা, ক্যান্টরম্যান্ট থানা, উত্তরা থানা, হাজারীবাগ থানা, কামরাঙিরচর থানা, আদাবর, কলাবাগান, দারুস সালাম, বিমানবন্দর

চট্টগ্রাম বিভাগে ২টি শ্রম আদালতঃ

৪। প্রথম শ্রম আদালত, ৮৩/১৬-এ/১, ২য় তলা, পাচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম এর অধিক্ষেত্র – চট্টগ্রাম জেলা (ডবলমুরিং, সদরঘাঁট, বাকুলিয়া ও চাঁদগাঁও থানা ব্যতীত) কক্সবাজার জেলা, বান্দরবন জেলা, রাঙ্গামাটি জেলা, খাগড়াছড়ি জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা।

৫। দ্বিতীয় শ্রম আদালত, ৮৩/১৬-এ/১, নীচ তলা, পাচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম এর অধিক্ষেত্র- চট্টগ্রাম জেলার ডবলমুরিং, সদরঘাঁট, বাকুলিয়া, ও চাঁদগাঁও থানা, কুমিল্লা জেলা, ফেনী, চাদপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

খুলনা বিভাগে ১টি শ্রম আদালতঃ

৬। শ্রম আদালত, খুলনা, ১৪, স্যার ইকবাল রোড, সামস ভবন (৩য় তলা) খুলনা এর অধিক্ষেত্র খুলনা বিভাগের সকল জেলা।

রাজশাহী বিভাগে ১টি শ্রম আদালতঃ

৭। শ্রম আদালত, গ্রেটার রোড, রাজশাহী এর অধিক্ষেত্র- রাজশাহী বিভাগের সকল জেলা।

সিলেট বিভাগে ১টি শ্রম আদালতঃ

৮। সিলেট শ্রম আদালতের অধিক্ষেত্র- সিলেট বিভাগের সকল জেলা ।

বরিশাল বিভাগে ১টি শ্রম আদালতঃ

৯। বরিশাল শ্রম আদালতের অধিক্ষেত্র- বরিশাল বিভাগের সকল জেলা।

রংপুর বিভাগে ১টি শ্রম আদালতঃ

১০। রংপুর শ্রম আদালতের অধিক্ষেত্র- রংপুর বিভাগের সকল জেলা।